HPCL-এ সরকারের অংশীদারিত্ব কিনে নিচ্ছে ONGC
বাজেটের আগে দেশের বৃহত্তম তেল উত্পাদনকারী সংস্থা ওএনজিসি-র কাছ থেকে সুখবর পেল মোদী সরকার।
রাষ্ট্রায়ত্ত সংস্থা এইচপিসিএল-এর সরকারি অংশীদারিত্ব কিনতে চলেছে ওএনজিসি।
এইচপিসিএল-এ সরকারের হাতে থাকা ৫১.১১ শতাংশ শেয়ার কিনে নিচ্ছে ওএনজিসি।
এইচপিসিএল অধিগ্রহণ করতে ওএনজিসি দিচ্ছে ৩৭ হাজার কোটি টাকা।
HPCL-এর শেয়ার পিছু ৪৭৩.৯৭ টাকা দর দিয়েছে ONGC।
শুক্রবার বাজার বন্ধের সময় এইচপিসিএলের শেয়ার দর ছিল ৪১৬.৫৫ টাকা। তার থেকে ১৪ শতাংশ অতিরিক্ত দিচ্ছে ওএনজিসি।
রাষ্ট্রায়ত্ত সংস্থায় অংশীদারিত্ব বেচে ২০১৭-১৮ আর্থিক বছরে ৭২,৫০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছিল মোদী সরকার।
ইতিমধ্যেই ৫৪,৩৩৭ কোটি টাকা তুলে ফেলেছে সরকার। ওএনজিসির এইচপিসিএলের অধিগ্রহণে যা দর দিয়েছে, তা সরকারের লক্ষ্যমাত্রাকে ছাপিয়ে যাচ্ছে। ফলে বাজেটের আগেই মোদী সরকারের জন্য সুখবর।
ওএনজিসি ও এইচপিসিএলের সংযুক্ত বাজারমূল্য ৩১১,৯২৫ কোটি টাকা বা ৪৯ বিলিয়ন মার্কিন ডলার। রাশিয়ার বৃহত্তম সংস্থা রসনেফটের সঙ্গে এবার টেক্কা দিচ্ছে ওএনজিসি।