পুজোর মরশুমেই মধ্যবিত্তের হেঁসেলে টান, ১০০ ছাড়াল পেঁয়াজের দাম
আশঙ্কা ছিলই, আর সেটাই সত্যি হল। পুজোর মরশুমে ১০০ টাকা কেজি হল পেঁয়াজের দাম
বাজার আগুন, পেঁয়াদের দামেই চোখে জল মধ্যবিধত্তের। বেশ কয়েকদিন ধরেই পেঁয়াজের ঝাঁঝে জেরবার হয়েছে আম আদমি। ক্রমশ তা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়ার উপক্রম। এর মধ্যে ব্যবসায়ীরা জানাচ্ছেন, আপাতত এর দাম কমার কোনও সম্ভাবনা নেই।
এর আগে ৭০ থেকে ৮০ টাকা ছিল পেঁয়াজের দাম। এবার তা বেড়ে দাড়াল ১০০।
পশ্চিমবঙ্গে অধিকাংশ পেঁয়াজ মহারাষ্ট্র, কর্নাটকের মতো রাজ্য থেকে আমদানি করা হয়। ফলে সেখানে দাম বাড়লে এ রাজ্যে তার প্রভাব পড়ছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধির জন্য় প্রকৃতিকেই দায়ি করেছেন ব্যবসায়ীরা। তাঁরা জানিয়েছেন, এ বছর বর্ষাকালের পরেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। যার ফলে জমিতে থাকা ফসলের ক্ষতি হয়েছে। পাশাপাশি দেরি হয়েছে ফসল বোনাতেও
যদিও ১৫ ডিসেম্বর পর্যন্ত আমদানির কড়াকড়ি শিথিল করছে কেন্দ্র। সরকার আশা প্রকাশ করেছে যে সম্ভবত শীঘ্রই বাজারে আসতে শুরু করবে পেঁয়াজ এবং এই দাম হয়তো কিছুটা হলেও কমবে।
তবে আশার আলো দেখছে না আমআদমি। হেঁসেল টানতে কার্যত হিমহিম খেতে হচ্ছে সকলকেই। খুঁচরো বাজার থেকে সর্বত্রই পেঁয়াজের দাম আগুন। যদিও মনে করা হচ্ছিল পুজোর পর দাম বাড়বে পেঁয়াজের। তবে তার আগেই বাজারের আগুন দামে চোখ কপালে উঠেছে ক্রেতাদের।
তাই দৈনন্দিন খাওয়া দাওয়া থেকে পেঁয়াজকে আপাতত বাদ রাখার কথাই ভাবছে সকলে