আকাশ ছোঁয়া দাম, রেশন দোকানে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত রাজ্য সরকারের
সেঞ্চুরি হাঁকিয়ে এখন দেড়শোর গোড়ায় পেঁয়াজ। এমত অবস্থায় এবার রেশন দোকানে পেঁয়াজ বিক্রির চিন্তা-ভাবনা নিল রাজ্য সরকার।
আজ বাগুইআটিসহ পার্শ্ববর্তী বাজার পরিদর্শনে এসে রাজ্য সরকারের এই ভাবনার কথা জানালেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি) অফিসার।
এদিন বিভিন্ন বাজার ঘুরে দেখেন আধিকারিকরা। ইবির অফিসার রবীন্দ্রনাথ ঘোষ দাবি করেন, রাজ্য সরকার ৯০০-রও বেশি রেশন দোকানে পেঁয়াজ বিক্রির চিন্তা ভাবনা নেওয়া হয়েছে।
পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি নিয়ে তাঁর বক্তব্য, পাইকারি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই পেঁয়াজ ও আলু বিক্রি হচ্ছে। তাঁর দাবি, ডিসেম্বর পর্যন্ত এই দাম চলবে। জানুয়ারি পড়লেই অনেকটা কমে যাবে।
তিনি আরও বললেন, সরকারের নির্ধারিত দামেই পেঁয়াজ বিক্রি করছে বিক্রেতারা। তবে দেখা গেল ইবির আধিকারিকেরা বাজার ছাড়তেই ফের স্বমহিমায় ফেরে বিক্রেতারা।
এদিন ইবির আধিকারিক বললেন, "বাড়তি দামে বিক্রির অভিযোগ পেয়েছি। ক্রেতাদের কাছে লোকাল থানার ফোন নম্বর দেওয়া আছে। এরকম কিছু হলে থানায় ফোন করতে বলা হয়েছে থানা ব্যবস্থা নেবে।"