স্যানিটাইজ হয়ে তবেই ভিতরে ঢুকবে পন্য়বাহী লরি, নয়া নিয়ম মেছুয়া বাজারে
সুকান্ত মুখোপাধ্যায়: লকডাউনের তৃতীয় দফায় ইতিমধ্যেই বেশকিছু ছাড় মিলেছে।
এবার মেছুয়া বাজারে আগামী সপ্তাহ থেকে লরি স্যানিটাইজ করে তবেই বাজারের ভেতর ঢোকার ছাড়পত্র দেওয়া হবে।
ভিন রাজ্য থেকে লরি বাজারে ঢোকার আগে গিরিশ পার্কে থামানো হবে।
সেখান এ থার্মাল টেস্ট হবে চালক ও খালাসির।
সেখানে সব ঠিক থাকলে তবেই লরিকে বাজারের ভেতরে যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। সোমবার থেকেই শুরু হবে কাজ।