রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের তোড়জোড় তুঙ্গে, বিরোধীদের প্রার্থী বন্দনা চহ্বাণ

Tue, 07 Aug 2018-3:40 pm,

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচনে বিরোধীদের প্রার্থী হচ্ছেন এনসিপি নেত্রী বন্দনা চহ্বাণ। বৃহস্পতিবার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন হবে। অন্যদিকে সরকারের তরফে প্রার্থী হরিবংশ নারায়ণ সিং।

পুনের প্রাক্তন মেয়র ও এনসিপি সাংসদ বন্দনা চহ্বাণকে সমর্থন করতে পারে শিবসেনা। এমনই খবর শিবসেনা সূত্রে।

২০১২ সাল থেকে রাজ্যসভার সাংসদ বন্দনা। ১৯৯৭-১৯৯৮ প‌র্যন্ত পুনের মেয়র ছিলেন। পুনে পুরসভার তিনবারের কাউন্সিলরও ছিলেন।

বন্দনা চহ্বাণের বিরুদ্ধে সরকার পক্ষের প্রার্থী হরিবংশ নারায়ণকে সমর্থন করবে অকালি দল। এছাড়াও এআইএডিএমকে ও টিআরএস এর সমর্থন ‌জোগাড় করার চেষ্টা করছে সরকার।

২৪৫ সদস্যের রাজ্যসভায় জয়ী হতে গেলে প্রয়োজন ১২৩টি ভোট। তবে কোনও সদস্য ভোটদানে বিরত থাকলে বা অনুপস্থিত থাকলে এই সংখ্যা আরও নেমে ‌যাবে।

রাজ্যসভায় বিরোধীদের হাতে রয়েছে ১১৯ আসন। এখন আম আদমি পার্টি, পিডিপি বন্দনা চহ্বাণকে সমর্থন করবে বলে ইঙ্গিত দিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link