Kolkata Metro: অপেক্ষা সবুজ সংকেতের, মার্চেই চালু হতে পারে অরেঞ্জ মেট্রো
অয়ন ঘোষাল: সোমবার কলকাতা মেট্রোর লাইন ৬ (অরেঞ্জ লাইন) এর প্রথম দফার অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত সেকশনের ইন্সপেকশন করেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। নর্থ ইস্ট ফ্রন্টিয়ার সার্কেলের কমিশনার অফ রেলওয়ে সেফটি, শুভময় মিত্রের নেতৃত্বে এই ইন্সপেকশন হয়।
CRS ইন্সপেকশন এর পর সবুজ সংকেত পেলেই এই লাইনের ৫ টি স্টেশন যাত্রী পরিষেবার জন্য প্রস্তুত হয়ে যাবে।
সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ ট্রায়াল রান শুরু হয়েছিল এই লাইনে। আপাতত সিগনালিং ব্যবস্থা না থাকায় জন্য জোকা তারাতলা লাইনের মতই one rake service চলবে। একটি রেকই যাতায়াত করবে রুবি থেকে কবি সুভাষের মধ্যে।
কলকাতা মেট্রোর কমলা বা অরেঞ্জ লাইন গড়িয়া-বিমানবন্দর শাখার প্রথম ধাপ। কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি বা রবি ঠাকুরের মোড়) পর্যন্ত ৫.৪ কিলোমিটার মেট্রো পথের সি আর এস (কমিশনার ফর রেল সেফটি) পরিদর্শন।
তিন দফা সফল ট্রায়াল রানের পর, আজ সি আর এস ইন্সপেকশন সফল ভাবে উৎরে গেলে এই পথে যাত্রী পরিষেবা চালু করতে আর বাধা থাকবে ন।
শেষ ট্রায়ালে নন স্টপ হিসেবে মাত্র ৭ মিনিটে অতিক্রম করা গেছে এই সাড়ে পাঁচ কিলোমিটার পথ। স্টপেজ দিয়ে পরিষেবার ক্ষেত্রে এই সময় ১৬ মিনিট ধার্য হয়েছে। যার চুড়ান্ত ছাড়পত্র দেবে ভারতীয় বেসামরিক উড়ান পরিবহণ মন্ত্রক নিয়োজিত কমিশনার অফ রেল সেফটি।
হেমন্ত মুখোপাধ্যায়(রুবি), কবি সুকান্ত(অভিসিক্তা), জ্যোতিরীন্দ্র নন্দী(সন্তোষপুর), সত্যজিত রায়(এস আর এফ টি আই) সহ সমস্ত স্টেশন গুলির কাজও শেষ।