শৌচালয় থেকে বাজার- `পাগলি তোর সঙ্গে কাটাব হাতকড়া জীবন!`
নিজস্ব প্রতিবেদন: সঙ্গিনীর সঙ্গে হাতকড়া পরে রয়েছেন? ২৪ ঘণ্টাই কাটছে 'সঙ্গীজীবন'! সম্পর্কের মেরামতি করতে এই পথই বেছে নিয়েছে এক দম্পতি।
সম্পর্কে ধারাবাহিকতা নেই। আজ ঝগড়া তো কাল ভাব! এভাবেই চলছিল ইউক্রেনের অ্যালেক্সজান্ডার কুডলে ও ভিক্টোরিয়া পুসটোভিটোভা প্রেমকাহিনি। ভ্যালেন্টাইনস ডে-তে তাঁরা ঠিক করলেন, 'কহানি মে টুইস্ট' দরকার। যেমন ভাবনা তেমন কাজ। দু'জন দু'জনকে বেঁধে ফেললেন হাতকড়ায়।
অনলাইনে গাড়ি বিক্রি করেন ৩৩ বছরের অ্যালেক্সজান্ডার। বিউটিশিয়ানের কাজ করেন বছর আটাশের ভিক্টোরিয়া। তাঁদের ২৪ ঘণ্টার 'হাতকড়া জীবন'-র বিভিন্ন মুহূর্ত শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। অস্বস্তি হয়নি? খারকিভ শহরের ফ্ল্যাটে বসে আলেক্সজান্ডার বলেন,'প্রথম প্রথম একটু শারীরিক সমস্যা হচ্ছিল। পরে কেটে গিয়েছে।'
এমন 'হাতকড়া' ভাবনা কার ছিল? আলেক্সজান্ডার দাবি, ভিক্টোরিয়া ব্রেকআপ করতে চেয়েছিল। তাঁর কথায়, 'সপ্তাহে দু-তিনবার ব্রেক করতাম। একদিন ঝগড়ার সময়েই ভিকা বলল, আমাদের আলাদা হওয়া উচিত।' তখন আমি বললাম, 'তোমার সঙ্গে এবার নিজেকে জুড়ে দেব।'
প্রথমে ব্যাপারটা ভালো লাগেনি ভিক্টোরিয়ার। তবে পরে সিদ্ধান্তবদল করেন। গত ১ মাস ধরে কেনাকাটা থেকে শৌচালয়- সব জায়গাতেই কড়াবন্দি দু'জনে। ব্যক্তিগত পরিসর বলে আর কিছু নেই। ভিক্টোরিয়ার কথায়, 'এটা একটা নতুন অভিজ্ঞতা। ভাবলাম করেই দেখি। ওকে ভালোওবাসি। তাই মেনে নিলাম'
শৌচালয়ে কীভাবে যান? ইনস্টাগ্রামে এই প্রশ্নই করছেন কৌতূহলী নেটিজেনরা। যুগলের দাবি, একজন শৌচালয়ে থাকলে অন্যজন বাইরে দাঁড়িয়ে থাকেন। একটা হাত থাকে বাইরে। প্রেম থাকলে একটু দুষ্টুমিতে ক্ষতি নেই! জয় গোস্বামী