ঘণ্টায় হাজার! গত ৪ দিনে ১ লক্ষ করোনা আক্রান্ত দেশে

Tue, 07 Jul 2020-4:04 pm,

নিজস্ব প্রতিবেদন: সোমবারই করোনা আক্রান্তর গণ্ডি ৭ লক্ষ ছাড়িয়েছে দেশে। ৪ দিন আগেই সংখ্যাটা ছিল ৬ লক্ষ। অর্থাৎ ১ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন মাত্র ৪ দিনে। গড় করলে রোজ ২৫ হাজার। অর্থাৎ ১ ঘন্টায় ১ হাজারেরও বেশি।

 গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৫২ জন। মৃত্যু হয়েছে ৪৬৭ জনের। যার দরুন দেশে মোট করোনা আক্রান্ত ৭ লক্ষ ১৯ হাজার ৬৬৫। নোভেলে মোট প্রাণ হারিয়েছেন ২০ হাজার ১৬০ জন। তবে স্বস্তির খবর মোট ৪ লক্ষ ৩৯ হাজার ৯৪৭ জন সুস্থ হয়ে উঠছেন। দেশে করোনায় সুস্থ হয়ে ওঠার হার ৬১.১৩ শতাংশ।

গত ২৪ ঘন্টায় শুধুমাত্র মহারাষ্ট্রতেই করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৮ জন। উদ্ধব ঠাকরে রাজ্যে এখন মোট করোনা আক্রান্ত ২ লক্ষ ১১ হাজার ৯৮৭। এপর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ ক্ষ ১৫ হাজার ২৬২ জন। প্রাণ হারিয়েছেন ৯ হাজার ২৬ জন।

মহারাষ্ট্রর পরেই দেশে করোনা জাঁতাকলে জর্জরিত তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ১৪ হাজার ৯৭৮। সুস্থ হয়ে উঠেছেন ৬৬ হাজার ৫৭১ জন। মোট এপর্যন্ত প্রাণ হারিয়েছেন ১ হাজার ৫৭১ জন।

 

দিল্লিতেও করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। রাজধানীতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৮২৩ জন। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ১১৫ জন। কেজরীবালের রাজ্যে মোট নোভেল জয় করেছেন ৭২ হাজার ৮৮ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link