Football Stadium Stampede: ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ! অসংখ্য দেহ পড়ে মাঠের বাইরে, রাস্তায়...

Soumitra Sen Mon, 02 Dec 2024-1:20 pm,

গিনির অন্যতম বড় শহর এনজেরেকোরে গতকাল, রবিবার একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন রেফারির একটি 'বিতর্কিত' সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে তুমুল মারামারির শুরু।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, হাসপাতালে যত দূর চোখ যায়, শুধু সারি সারি লাশ পড়ে আছে! অন্যরা পড়ে আছেন মেঝেতে। 

মর্গে আর লাশ রাখার জায়গা নেই। সেখানে ইতিমধ্যেই প্রায় ১০০ জন মারা গিয়েছেন!

আর এক প্রত্যক্ষদর্শীর বয়ানে, বিক্ষুব্ধ দর্শকেরা এনজেরেকোরে পুলিস স্টেশনে ভাঙচুর করে সেটিতে আগুন ধরিয়ে দেয়।

রেফারির একটি সিদ্ধান্তের জেরেই এসব শুরু। এক সময়ে দর্শকেরা মাঠেও নেমে পড়েন।

গিনির জান্তা নেতা মামাদি দুমবুইয়ার সম্মানে এই ফুটবল ম্যাচটির আয়োজন করা হয়েছিল। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link