Alarming | Mysterious Illness: ভয়ংকর! ফের হানা দিল অজানা জ্বর! লহমায় মৃত্যু প্রায় ১৩০ জনের, আক্রান্ত বহু...

Soumitra Sen Thu, 05 Dec 2024-4:04 pm,

খুবই সাধারণ! জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গ নিয়ে আসছেন অসুস্থেরা।

বলা হচ্ছে, কঙ্গোয় জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও মাথাব্যথার মতো উপসর্গে আক্রান্ত আরও ৩০০-র বেশি মানুষ ডাক্তারের কাছে এসেছেন।

এখনও পর্যন্ত এই রোগে অসুস্থ হয়ে মারা গিয়েছেন ১২১ জন। 

তবে এঁরা আগে থেকেই কোনো রোগে সংক্রমিত বা আক্রান্ত ছিলেন কি না, তা বলতে পারছে না কঙ্গো সরকার।

মৃতদের বেশির ভাগের বয়সই দেখা গিয়েছে ১৫ থেকে ১৮ বছরের মধ্যে।

কঙ্গেোর পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। প্রত্যন্ত এলাকায় ঠিকমতো ওষুধ পৌঁছনো যাচ্ছে না। যদিও কঙ্গোর সরকার দেশবাসীকে শান্ত থাকতে বলেছে। আক্রান্ত এলাকাগুলি থেকে নমুনা সংগ্রহের জন্য চিকিৎসকের দল পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও!

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link