একদিনে ২৪ হাজার আক্রান্ত, রাশিয়াকে হারিয়ে তৃতীয় স্থানে উঠছে ভারত!

Sun, 05 Jul 2020-12:48 pm,

নিজস্ব প্রতিবেদন: সব রেকর্ড ভেঙে দিল নোভেল করোনা। একদিনে দেশে আক্রান্ত ২৪ হাজার ৮৫০। যা এপর্যন্ত একদিনে সর্বোচ্চ। যার দরুণ দেশে এখন মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫, রাশিয়ার থেকে মাত্র ৮০০ কম।

গত ২৪ ঘন্টায় নোভেলে প্রাণ হারিয়েছেন ৬১৩ জন। এখন দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮।  দেশে এখন সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪,  সুস্থ হয়ে উঠেছেন ৪ লক্ষ ৯ হাজার ৮২ জন।

দেশে করোনা থাবায় বিধ্বস্ত মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্ত ২ লক্ষ ৬৪ জন। প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৭১ জন। মোট সুস্থ হয়েছেন ১ লক্ষ ৮ হাজার ৮২ জন।

মহারাষ্ট্রের পরেই বেহাল অবস্থা তামিলনাড়ুর। সে রাজ্যে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৭ হাজার ১। মোট প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৫০ জন। নোভেল জয় করে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৫৯২ জন।

গত ২৪ ঘন্টায় দিল্লিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০৫ জন। রাজধানীতে এখন মোট কোভিড আক্রান্ত ৯৭ হাজার ২০০। প্রাণ হারিয়েছেন ৩ হাজার ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ২৫৬ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link