একদিনেই ৬২ হাজার! দেশে মোট করোনা আক্রান্ত ২০ লক্ষেরও বেশি

Fri, 07 Aug 2020-10:53 am,

নিজস্ব প্রতিবেদন: দেশে করোনার দৈনিক সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘন্টায় আক্রান্ত ৬২ হাজার ৫৩৮ জন। যার দরুন দেশে মোট আক্রান্তর সংখ্যা ২০ লক্ষ ছাড়াল। সারা ভারতে এখন মোট করোনা আক্রান্ত ২০ লক্ষ ২৭ হাজার ৭৪ জন।

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন ৮৮৬ জন। এখনও পর্যন্ত মোট করোনায় মৃত্যুর সংখ্যা ৪১ হাজার ৫৮৫। কোভিড যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরেছেন ১৩ লক্ষ ৭৮ হাজার ১০৫ জন। সক্রিয় করোনা রোগী ৬ লক্ষ ৭ হাজার ৩৮৪ জন। সুস্থতার হার প্রায় ৬৮ শতাংশ।

এখনও দেশে করোনা আক্রান্তর শীর্ষে মহারাষ্ট্র। সে রাজ্যে মোট আক্রান্তর সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ৭৭৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ লক্ষ ১৬ হাজার ৩৭৫ জন। মোট প্রাণ হারিয়েছেন ১৬ হাজার ৭৯২ জন। এখন সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৬ হাজার ৬১২।

মহারাষ্ট্রের পরেই সর্বোচ্চ করোনা আক্রান্তর ঠিকানা তামিলনাড়ু। সে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ২ লক্ষ ৭৯ হাজার ১৪৪। করোনাকে কাত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ২১ হাজার ৮৭ জন। প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৫৭১ জন। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা ৫৩ হাজার ৪৮৬।

অন্ধ্র প্রদেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৯৬ হাজার ৭৮৯। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ১২ হাজার ৮৭০ জন।সে রাজ্যে করোনার বলি ১ হাজার ৭৫৩ জন। সক্রিয় রোগীর সংখ্যা ৮২ হাজার ১৬৬।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link