Cyclone Dana Update: ডানার তাণ্ডবে তছনছ ধান চাষ! বাড়তে চলেছে চালের দাম?
ই. গোপী: দানার তাণ্ডবে ধান চাষে ব্যাপক ক্ষতি, মাথায় হাত চাষীদের।
ডিভিসি জল ছাড়ায় বন্যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি জেলার বিস্তীর্ণ অঞ্চল।
তার মধ্যেই ফের দানার প্রভাবে ঝড়-বৃষ্টিতে ক্ষতির পরিমাণ প্রায় দ্বিগুণ হল।
আমন ধান চাষে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মুখে পড়তে হল বাংলা উড়িষ্যার সীমান্ত পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন এলাকার চাষীদের।
দানার প্রভাবে, গতকাল রাত থেকে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিঘার পর বিঘা জমি ক্ষতি। কোথাও জলে ডুবে রয়েছে ধান জমি। তাও আবার ধান গাছ শুয়ে।
দাঁতনের অধিকাংশ সাধারণ মানুষ ধান চাষের উপরে নির্ভরশীল। এই মতো অবস্থায় মাথায় হাত পড়েছে ধান চাষীদের।