ছোট হোক বা বড়, পাতিপুকুর বাজারে `জলের দরে` বিকোচ্ছে পদ্মার ইলিশ!
নিজস্ব প্রতিবেদন : ইলিশ প্রিয় বাঙালির পদ্মার ইলিশে রসনা তৃপ্তির ঝোঁক বরাবর। অবশেষে এপারের বাঙালির জন্য পুজোর আগে এসে পৌঁছাল হাসিনার উপহার।
ওপার বাংলার ইলিশ এসে পৌঁছাল এপার বাংলায়। মঙ্গলবার ভোরে কলকাতায় এসে পৌঁছাল ৩ টন ইলিশ।
এর মধ্যে দমদম-পাতিপুকুর বাজারে আসে ১ টন ইলিশ। এক-একটা মাছের ওজন ৮০০ গ্রাম থেকে ১২০০ গ্রাম।
ছোট ইলিশও আছে। ছোট ইলিশের দাম ৮০০ থেকে ৯০০ টাকা। তবে বড় ইলিশ পাইকারি দরে বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।
মোট ১৪ টন পদ্মার ইলিশ বাংলাদেশ পাঠাচ্ছে পশ্চিমবঙ্গকে। দু-দেশের কূটনৈতিক সৌজন্য, দ্বিপাক্ষিক সম্পর্কে যাকে এপার বাঙালির জন্য পুজোয় হাসিনার উপহার বলছে ওয়াকিবহল মহল।