ডেঙ্গিতে আক্রান্ত পাক তারকা আফ্রিদি, ভর্তি হলেন হাসপাতালে
লাহোরে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদির ডেঙ্গি ধরা পড়েছে। ফলে শিবিরে আর যোগ দেওয়া হল না তাঁর।
প্রবল জ্বরে কাবু হয়ে পড়েছেন আফ্রিদি। তাঁকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিতসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছে।
১৯ বছরের এই পাক তারকা বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছিলেন। ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম দিকে তাঁকে সুযোগ দেয়নি টিম ম্যানেজমেন্ট। পরের দিকে দলে সুযোগ পেয়েই দুরন্ত পারফরম্যান্স করেন এই দীর্ঘদেহী পেসার।
বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলে ১৬টি উইকেট পেয়েছিলেন শাহিন আফ্রিদি। প্রাক্তন তারকাদের অনেকেই শাহিনকে পাকিস্তান বোলিং বিভাগের ভরসা হিসাবে বলতে শুরু করেছিলেন।
পাকিস্তানের ওপেনার ফকর জামানও হাঁটুর চোটের জন্য অনুশীলন শিবিরে যোগ দিতে পারেননি। ১৯ অগাস্ট থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন শিবির। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।