এয়ার স্ট্রাইকের পর থেকে বন্ধ পাকিস্তানের আকাশপথ, বাড়ানো হল ৪ মার্চ পর্যন্ত

Fri, 01 Mar 2019-11:44 pm,

পুলওয়ামার বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে এয়ার স্ট্রাইক করে পাকিস্তান। আর তারপরই আকাশপথে বিমান চলাচল নিষিদ্ধ করে ইসলামবাদ। বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের কাছে পাকিস্তান দাবি করে, করাচিতে হামলার পরিকল্পনা করেছে নয়াদিল্লি। ভারত স্পষ্ট জানায়, এয়ার স্ট্রাইক করা হয়েছিল জঙ্গিঘাঁটিতে। করাচিতে হামলার কোনও পরিকল্পনাই নেই। 

ভারতের অভয়বাণীর পরও ভরসা নেই পাকিস্তানের। নিষিদ্ধ করে দেওয়া হয় তাদের আকাশপথ। এমনকি খবর, করাচিতে 'ব্ল্যাকআউট' তারা। 

গত তিনদিন ধরেই পাকিস্তানের আকাশপথ বিমানশূন্য। হাজার খানেক আন্তর্জাতিক বিমান পথ ঘুরিয়ে নিয়েছে। ফাইটরাডার ২৪-এর দাবি, প্রায় ৪০০টি বিমানের অভিমুখ ঘোরাতে হয়েছে। আর সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে ইরান। 

এয়ার স্ট্রাইকের পরের দিন এফ-১৬ নিয়ে ভারতীয় আকাশে ঢুকে পড়েছিল পাকিস্তান। তারপর ভারতে সাময়িক বন্ধ করা হয়েছিল উড়ান চলাচল। কিন্তু পাকিস্তানে এখনও স্বাভাবিক হয়নি বিমান পরিষেবা। 

শুক্রবার সন্ধের পর পাকিস্তানের চারটি আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে শুরু হয়েছে উড়ান চলাচল। তবে সেটাও হাতে গোনা বিমান। সম্পূর্ণভাবে চালু হয়নি পরিষেবা। রাডারে দু-একটা বিমান ধরা পড়েছে।  

পাকিস্তান অসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ৪ মার্চ আংশিক বন্ধ থাকবে তাদের আকাশপথ। অর্থাত্ এখনও আতঙ্ক পাকিস্তানে। 

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link