চাপে বাপ বলছে পাকিস্তান, মাসুদের ভাই, ছেলেকে গ্রেফতার করল ইসলামাবাদ
ভারতের চাপে জইশ-এ-মহম্মদের ৪৪ জন জঙ্গি নেতাকে গ্রেফতার করল পাকিস্তান। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী শাহরিয়ার আফ্রিদি নিশ্চিত করেছেন, তদন্তের স্বার্থে নিষিদ্ধ সংগঠনের ৪৪জনকে 'প্রিভেনটিভ কাস্টডি'তে নেওয়া হয়েছে।
ধৃতদের মধ্যে রয়েছে জইশ-এ-মহম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি রউফ আসগার ও ছেলে হামজা আজহার।
জইশ-এ-মহম্মদ জঙ্গি সংগঠনে মাসুদ আজহারের পর দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী রউফ আসগার। এটাই বুঝিয়ে দিচ্ছে কতটা চাপে রয়েছে ইমরানের পাকিস্তান।
পুলওয়ামায় জঙ্গি হামলার দায় স্বীকার করেছিল জইশ-এ-মহম্মদ। আর এই সংগঠনের প্রধান মাসুদ আজহার বহাল তবিয়তে রয়েছে পাকিস্তানে। দিন কয়েক আগে রটেছিল, কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে মাসুদ আজহারের। তবে সেই খবর অস্বীকার করেছে পাকিস্তান।
মাসুদ আজহারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর চাপ বাড়াচ্ছে আন্তর্জাতিক মহল। আর সেই চাপের মুখেই ৪৪জন জঙ্গিকে গ্রেফতারের সিদ্ধান্ত নিল ইসলামাবাদ।
পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান নিয়ে পর্যালোচনার ভিত্তিতে ৪৪জনের বিরুদ্ধে পদক্ষেপের সিদ্ধান্ত।
পুলওয়ামা হামলার পর জইশের যুক্ত থাকার যাবতীয় তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ভারত সরকার। ওই ডসিয়ারের কথা স্বীকার করে পাক বিদেশমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পাক আদালতে গ্রহণযোগ্য নথি হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে এটাও ফাঁস করে দিয়েছেন, আজহার মাসুদ পাক সরকারের আতিথেয়তাতেই রয়েছে।
বলে রাখি, পুলওয়ামা হামলার পর আন্তর্জাতিক মহলে পাকিস্তানকে কোণঠাসা করার যাবতীয় প্রক্রিয়া চালিয়ে গিয়েছে নয়াদিল্লি। কোনওরকম আলোচনার পথে হাঁটতে চায়নি মোদী সরকার। বালাকোটে জইশের ঘাঁটিতে এয়ার স্ট্রাইকও চালায় ভারতীয় বায়ুসেনা। সোমবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দেন, ঘরে ঢুকে জঙ্গিদের মারা হবে।