মানসিক সমস্যায় ক্রিকেটাররা, মনোবিদ চাইলেন পাকিস্তান-কোচ আর্থার

Suman Majumder Sun, 25 Nov 2018-4:21 pm,

চাপের মুখে ভেঙে পড়ছে দলের যে কোনও ক্রিকেটার। সেট হয়ে ব্যাট করতে করতে আচমকা উইকেট ছুঁড়ে দিয়ে আসছেন দলের প্রথম সারির ব্যাটসম্যান। আসল সমস্যাটা কী! বুঝতেই পারছেন না পাকিস্তান কোচ মিকি আর্থার।

আর্থার মনে করছেন, দল কোনও রকম মানসিক সমস্যার মধ্যে রয়েছে। তাই চাপ সামলাতে পারছে না। সে জন্য পাক ক্রিকেট বোর্ডের কাছে তিনি দলের সঙ্গে একজন মনোবিদকে জুড়ে দেওয়ার আবেদন করেছেন। 

কোচের এমন প্রস্তাবে সাড়া দিয়েছে পাক বোর্ড। তবে পুরো ব্যাপারে নাকি অন্ধকারে রয়েছেন ক্যাপ্টেন সরফরাজ আহমেদ। একজন মনোবিদ কী করে দলের মানসিক অবস্থা ফেরাতে সক্ষম হবেন, সেই ব্যাপারে তিনি এখনও সন্দিহান।

২০১৬ থেকে পাকিস্তান দলের কোচিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন আর্থার। গত কয়েক মাসে পাকিস্তান দলের ক্রিকেটারদের মানসিক অবস্থা বিগড়েছে বলে দাবি করেছেন তিনি। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরেছে মাত্র চার রানে। তার পরই মিকি আর্থার দাবি করেছেন, দলের ক্রিকেটাররা চাপের মুখে ভেঙে পড়ছেন। 

এর আগেও পাক দলে মনোবিদের আবির্ভাব হয়েছিল। তবে অতীতেও তাতে খুব একটা লাভ হয়নি তাদের।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link