পাকিস্তানের থেকে রেকর্ড পরিমাণ `চুল` কিনল চিন
এত চুল নিয়ে কী করে চিন! সে দেশে বিপুল পরিমাণ চুলের চাহিদা মিটিয়ে চলেছে পাকিস্তান।
গত পাঁচ বছরে ১০ হাজার কেজি চুল চিনকে বিক্রি করেছে পাকিস্তান।
চিনকে চুল বিক্রি করে ১ লক্ষ ৩২হাজার ডলার অর্থ উপার্জন করেছে ইমরান খানের দেশ।
চিন ও জাপানে মেক-আপ শিল্পে চুলের চাহিদা প্রচুর। এছাড়া চাইনিজদের একটা বড় অংশ পরচুল পড়তে ভালবাসে।
ইমরান খানের দেশেও অবশ্য মেক-আর শিল্পে চুলের চাহিদা প্রচুর। জানা গিয়েছে, চিনকে প্রতি কেজি চুল পাঁচ বা ছয় হাজারে বিক্রি করে পাকিস্তান।