“পাল্টা মেরেছে ভারত, ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’ প্রোপাগান্ডা ছবি হয় কীভাবে!’’
২০১৬ সালে কাশ্মীরের উরিতে পাক হামলার পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে তৈরি হয়েছে বলিউডের ছবি ‘উরি: দ্যা সার্জিক্যাল স্ট্রাইক’। শুক্রবার মুক্তি পেল সে ছবি।
ছবির ট্রেলর প্রকাশ পাওয়ার পরই কোনও কোনও মহল থেকে বলার চেষ্টা হয় এটি একটি প্রোপাগান্ডা ছবি ছাড়া আর কিছুই নয়।
ওই অভিযোগ নিয়ে মুখ খুললেন ছবির অন্যতম অভিনেতা পরেশ রাওয়াল। সংবাদসংস্থা পিটিআইকে রাওয়াল বলেন, পাকিস্তান এসে আমাদের জওয়ানদের খুন করেছিল। আমরা প্রতিশোধ নিয়েছি। কীভাবে এটি একটি প্রোপাগান্ডা ছবি হতে পারে!
রাওয়াল আরও বলেন, কেউ কেউ এমনও বলেছিলেন সার্জিক্যাল স্ট্রাইকের কথা স্বীকার করেনি। সেনাবাহিনী এতবড় একটা কাজ করল আর কেউ কেউ তাকে সন্দেহ করছে?
উল্লেখ্য উরি-তে পরেশ রাওয়াল একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ওপরে তৈরি। রাওয়াল বলেন, সেনাবাহিনীর সাফল্যকে হালকাভাবে নেওয়া উচিত নয়।