`মেয়েদের ছোটো পোশাকের জন্যই করোনা সংক্রমণ, অভিশাপ ডেকে এনেছে তারা`, ইমরানের সামনেই বেফাঁস মৌলবি

Mon, 27 Apr 2020-7:11 pm,

 লাইভ টিভি। সামনে বসে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান স্বয়ং। কিন্তু গোঁড়ামি যখন মস্তিষ্কে জাঁকিয়ে বসে, তখন যুক্তি, স্থান-কাল-পাত্রের জ্ঞান থাকে না। প্রধানমন্ত্রীর সামনেই করোনা ভাইরাস এর জন্য পরোক্ষে মেয়েদের 'সতীত্ব ও পোশাককে' দায়ী করলেন পাকিস্তানের শীর্ষস্থানীয় মৌলবি তারিক জামিল। 

 

 পাকিস্তানের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জামিন বলেন "প্রায়ই যে মেয়েরা স্বল্পবসনে থাকে, তাদের জন্যই আজ করোনা এসেছে।" মেয়েদের নিন্দা করে তিনি জানান তাদের এমন আচরণই দেশে অভিশাপ ডেকে এনেছে। 

 

তারিক জামিলের কথা শুনে স্তম্ভিত হয়ে যান প্রধানমন্ত্রী ইমরান খান। লাইভ টিভিতে হাঁ করে তাকিয়ে থাকেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। 

 

এরপরই কড়া সমালোচনার ঝড় ওঠে পাকিস্তানের সংবাদমাধ্যমে। তাই নিয়ে অবশ্য চটে যান শীর্ষ মৌলবি। সংবাদমাধ্যমকে মিথ্যা খবর ছড়ানোর অভিযোগ করেন তিনি। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে শেষ পর্যন্ত তিনি জানান, "মুখ ফস্কে কথাটা বেরিয়ে গিয়েছে।" যদিও মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনার পথে হাঁটেননি তিনি।

ঘটনার কড়া নিন্দা করেছে পাকিস্তানের মানবাধিকার কমিশন। করোনাভাইরাস বিশ্বমারীর সঙ্গে মহিলাদের 'সতীত্ব'-র মতো বিষয় জড়িয়ে দেওয়ায় স্তম্ভিত তাঁরা। তারা বলেন এই ধরনের মন্তব্য কখনই মেনে নেওয়া যায় না এবং প্রকাশ্যে টেলিভিশনে এই ধরনের বক্তব্য সম্প্রচার সমাজের গভীরে নারীবিদ্বেষ প্রকট করে। যদিও সোশ্যাল মিডিয়ায় অনেককেই তারিকের সমর্থন করতে দেখা যায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link