ধৃত জঙ্গির ফেসবুক পোস্ট জুড়ে শুধুই পাকিস্তানের স্তুতি!
নিজস্ব প্রতিবেদন : আল-কায়দা যোগে NIA গ্রেফতার করেছে লিউ ইয়ান আহমেদকে। মুর্শিদাবাদের বাসিন্দা যে ৯ জনকে NIA গ্রেফতার করেছে, লিউ ইয়ান আহমেদ তাদেরই একজন।
ডোমকল বসন্তপুর কলেজের ইলেকট্রিশিয়ান লিউ ইয়ান আহমেদ এলাকায় বেশ পরিচিত মুখ। এলাকাবাসীরা কেউ যেন বিশ্বাসই করতে পারছে না, যে তাদের পরিচিত লিউ ইয়ান আহমেদ একজন জঙ্গি।
তবে লিউ ইয়ান আহমেদের ফেসবুক কিন্তু বলছে অন্য় কথা। ধৃত জঙ্গির ফেসবুকে শুধুই পড়শি রাষ্ট্র পাকিস্তানের বন্দনা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি শেয়ার করে একের পর এক পোস্ট করেছে লিউ ইয়ান আহমেদ।
ধৃত লিউ ইয়ান আহমেদকে নিয়ে আজকের রাতের বিশেষ বিমানে ট্রানজিট রিমান্ডে দিল্লি উড়ে যাচ্ছে NIA প্রতিনিধি দল।