সাহায্য করছে চিন, পাক অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র বসানোর তোড়জোড় শুরু পাকিস্তানের!
লাদাখে ভারত-চিন উত্তেজনা তুঙ্গে। সেই উত্তেজনায় হাওয়া দিতে পাকিস্তানকে সাহায্য করছে চিন। পাকিস্তানকে এবার মিসাইল সাইট তৈরিতে সাহায্য করছে চিনা সেনা। এমনটাই সূত্রের খবর।
পাকিস্তান ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সাইট তৈরি করছে পাক অধিকৃত কাশ্মীরে। পাক সেনাকে সাহায্য করছে চিনা বিশেষজ্ঞরা।
জানা যাচ্ছে পাক অধিককৃত কাশ্মীরে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সাইট তৈরি করছে কমপক্ষে ১২০ পাক সেনা ও ২০-৪০ জন সাধারণ নাগরিক।
ওই মিসাইল নিক্ষেপ সাইটের কন্ট্রোল রুম হবে পাক অধিকৃত কাশ্মীরের বাদেল বাগে। সেখানে থাকবে চিনা সেনারাও।
পাক অধিকৃত কাশ্মীরের হাতিয়ান বালা জেলার চিনার ও চোকোটি গ্রামেও একই ধরনের মিসাইল নিক্ষেপ সাইট তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে।