Panchayat Election 2023: বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েই তৃণমূলে বিজেপি প্রার্থী, কারণ শুনলে তাজ্জব হবেন

Tue, 20 Jun 2023-8:15 pm,

রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদের মনোনয়ন দিতে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি করছে বিরোধী শিবির। কোথাও সংঘর্ষ, কোথাও হুমকির অভিযোগের মধ্যেই শেষ হল মনোনয়ন পর্ব। আজই ছিল মনোনয়ন তোলার শেষ দিন। এদিনই বীরভূমের দুবারাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৭ নম্বর আসনে ঘটে গেল অদ্ভূত ঘটনা। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

পঞ্চায়েত সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। জয়লাভ করেই তিনি ঘটিয়ে ফেললেন অদ্ভূত ঘটনা। দলকে চমকে তিনি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দুবরাজপুর ব্লকের তৃণমূল কোর কমিটির সদস্যরা।  -তথ্য-প্রসেনজিত্ মালাকার

কীভাবে ঘটে গেল এমন ঘটনা? তৃণমূল সূত্রে খবর, পঞ্চায়েত সমিতির ওই আসনে প্রার্থী দেয় তৃণমূল, বিজেপি ও সিপিএম। মনোনয়ন জমা দেওয়ার পর স্কুটিনির সময়ে বাতিল হয়ে যায় তৃণমূলের ফর্ম। ফলে লড়াই গিয়ে দাঁড়ায় বিজেপি ও সিপিএমের মধ্যে। আজ ছিল মনোনয়নপত্র তোলার শেষ দিন। এদিন মনোনয়ন তুলে নেন সিপিএম প্রার্থী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন বিজেপি প্রার্থী লক্ষ্মী মুর্মু। তাঁর জয়লাভের খবর ছড়াতে না ছড়াতেই নাটকীয় মোড়। লক্ষ্মী মুর্মু যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ওই অনুষ্ঠানে ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের দুই আহ্বায়ক রিফিউল খান ও স্বপন মণ্ডল, তৃণমূলের পাদুমা অঞ্চল সভাপতি তরুণ গড়াই। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ৩০টা আসনের মধ্যে ৭টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস। যার ফলে এখন ২৩ টি আসনে ভোট হবে। তৃণমূল নেতৃত্বের দাবি, লক্ষ্মী মুর্মুর ছেলে তৃণমূলের সক্রিয় কর্মী। এদিন মনোনয়ন পত্র প্রত্যাহার করতে এসেছিলেন লক্ষ্মী। কিন্তু সময় পেরিয়ে যাওয়ায় তা করতে পরেননি। তার পরই তিনি তৃণমূলে যোগ দেন। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

লক্ষ্মীর ছেলে বলেন, বহুদিন ধরেই টিএমসি পার্টি করছি। মা ভুল বুঝে বিজেপির প্রার্থী হয়েছিল। এখন বুঝতে পেরেছে দিদি না থাকলে কোনও কাজ হবে না। তাই শেষপর্যন্ত তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে, লক্ষ্মী মুর্মু বলেন, বিজেপির হয়ে দাঁড়িয়েছিলাম। আজ তৃণমূলে এলাম।  দিদির উন্নয়নের জন্য দল ছাড়লাম।  নিজের ইচ্ছেয় বিজেপি ছেড়েছি। কেউ কোনও হুমকি দেয়নি। -তথ্য-প্রসেনজিত্ মালাকার

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link