ধোনির ১০ বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে ইতিহাসে নাম তুললেন ঋষভ পন্থ

Suman Majumder Sat, 08 Dec 2018-1:04 pm,

মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি। তাই ঋষভ পন্থের উপর এমনিতেই পারফর্ম করার চাপ রয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লির কিপার এমনিতেই অনুবীক্ষণ যন্ত্রে রয়েছেন। তবে ঋষভ পন্থ কিন্তু উইকেটের পিছনে নিজের অস্তিত্বের জানান দিতে শুরু করেছেন। 

অ্যাডিলেডে এমএস ধোনির ১০ বছরের পুরনো রেকর্ড গুঁড়িয়ে দিলেন ঋষভ। একইসঙ্গে ভারতীয় কিপার হিসাবে ইতিহাসেও নাম তুললেন। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে সর্বাধিক ক্যাচ ধরা ভারতীয় কিপার এতদিন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার এমএস-কে টপকে তালিকার শীর্ষে উঠে এলেন ঋষভ পন্থ। 

২০০৮ সালে পারথে এক ম্যাচে ধোনি পাঁচটি ক্যাচ ধরেছিলেন। এর পর ২০১৪ সালে এমএসজি-তে ধোনি এক ম্যাচের প্রথম ইনিংসে চারটি ক্যাচ নিয়েছিলেন। 

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে ঋষভ ছটি ক্যাচ ধরলেন। যা কিনা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ম্যাচে কোনও ভারতীয় কিপারের সর্বাধিক রেকর্ড। 

উসমান খোয়াজা, পিটার হ্যান্ডসকম্ব, ট্রাভিস হেড, টিম পাইন, মিচেল স্টার্ক ও জোসে হ্যাজলউডের ক্যাচ ধরেছেন ঋষভ।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link