Paracetamol Risk: ইচ্ছে মতো প্যারাসিটামল খান! নিজেই নিজের বিপদ ডেকে আনছেন না তো?

Tue, 08 Feb 2022-7:54 pm,

নিজস্ব প্রতিবেদন: করোনা কালে প্যারাসিটামল (Paracetamol) খাওয়ার বহর বেড়েছে। তবে সাবধান করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্যারাসিটামল (Paracetamol) বেশি খেলে আসতে পারে মহাবিপদ।

বিশেষজ্ঞদের মতে, হার্ট অ্যাটাক বা স্ট্রোকের আশঙ্কা রয়েছে এমন ব্যক্তিদের প্যারাসিটামল  (Paracetamol) খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।

উচ্চ রক্তচাপ রয়েছে এমন ১১০ জন ব্যক্তির উপর একটা সমীক্ষা করেছে University of Edinburgh। দু'সপ্তাহ ধরে প্রত্যেক দিন তাঁদের চারটি করে প্যারাসিটামল  (Paracetamol) খাওয়ানো হয়। দেখা যায় ওই সমস্ত রোগীদের রক্তচাপ উল্লেখযোগ্য ভাবে বেড়ে গিয়েছে।

উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রায় ২০ শতাংশ বেড়ে যায়। 

বিশেষজ্ঞদের মতে, উচ্চ রক্তচাপযুক্ত রোগীদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়িয়ে দেয় প্যারাসিটামল  (Paracetamol)। তাই চিকিৎসকদেরও প্যারাসিটামল  (Paracetamol) এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। 

বিশেষজ্ঞদের মতে, জ্বর বা মাথা যন্ত্রণা হলে চিকিৎকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল  (Paracetamol) খাওয়া যায়। কিন্তু তেমন কোনও কারণ ছাড়া খাওয়া উচিত নয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link