পায়ের তলায় সর্ষে, কখনও সমুদ্র কখনও পাহাড়, সোলো ট্রিপে বলিউডের নায়িকা
নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই মালদ্বীপে ছুটি কাটাচ্ছিলেন অভিনেতা, এবার হাজির পাহাড়ে।
এভারেস্টের মুখোমুখি নায়িকা পরিণীতি চোপড়া। নেপাল ঘুরতে গেছেন নায়িকা।
একা একাই ঘুরতে বেরিয়েছেন নায়িকা।
রোজের ধ্যানই তাঁর শক্তির উৎস, তাই পাহাড়েই ধ্যানে বসেছেন পরিণীতি। বোঝাই যাচ্ছে ঘুরতে গিয়ে ভালোই সময় কাটাচ্ছেন নায়িকা।
জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে নেপালে। অভিনেতা নিজেই জানাচ্ছেন তাপমাত্রা হিমাঙ্কের নিচে চার ডিগ্রি।
ঠাণ্ডার চোটে গাল গেছে পুড়ে। ঘুরতে গিয়ে ত্বকের পরিচর্যাও কি ভুললেন নায়িকা!