স্থায়ীকরণ-সহ ৭ দফা দাবিতে অবস্থান বিক্ষোভে পার্ট-টাইম টিচাররা
রণয় তিওয়ারি: স্থাথীকরণ সহ ৭ দফা দাবিতে নিয়ে অবস্থান-বিক্ষোভে নামলেন পার্ট টাইম টিচাররা। বৃহস্পতিবার ধর্মতলার রাণী রাসমণি রোডে অবস্থানে বসেছেন তাঁরা।
যদিও শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চলছে বলেই জানা গিয়েছে। আজ বিক্ষোভে সামিল হতে বিভিন্ন জেলা থেকে পার্ট টাইম টিচাররা এসেছেন।
তবে পুলিস ব্য়ারিকেড দিয়ে আটকে দিয়েছে তাঁদের। ৩ জনের প্রতিনিধি দল নবান্ন তে গিয়েছেন। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী না থাকার কারণে শিক্ষামন্ত্রীর সঙ্গেই কথা বলবেন তাঁরা।
বিক্ষোভকারী পার্টটাইম টিচাররা জানিয়েন, কেউ ৮ বছর, কেউ আবার ১২ বছর ধরে অস্থায়ী ভাবে কাজ করে চলেছেন। কারও আবার ১৮ বছর পার। তাঁদের দাবি, দীর্ঘদিন অস্থায়ীভাবে কাজ করার পরও তাঁদের স্থায়ীকরণ হচ্ছে না।
তাঁরা জানাচ্ছেন, এর জেরে আগেও আন্দোলন হয়েছে। এবার সরকার দাবি না মানলে, বৃহত্তর আন্দোলনে যাবেন বলেই স্পষ্ট করেছেন বিক্ষোভকারীরা।