Partha Chatterjee: `... আমার আসে যায় না!` জেলবন্দির ১ বছরে ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্য়ায়
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের বিস্ফোরক পার্থ চট্টোপাধ্য়ায়। আদালতের পথে ফের সরব পার্থ চট্টোপাধ্যায়।
'বিনা বিচারে একবছর হয়ে গেল। আমাকে এক বছর ধরে জোর করে আটকে রেখেছে। কে কী বলল, আমার যায় আসে না। আমাকে জোর করে আটকে রেখেছে।'
আলিপুর আদালতে পেশের আগে এদিন বিস্ফোরক মন্তব্য পার্থ চট্টোপাধ্য়ায়ের। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্য়ায়।
২০২২-এর ২২ জুলাই পার্থর বাড়িতে হানা দেয় ইডি। ২৩ জুলাই তাঁকে সরকারিভাবে গ্রেফতার দেখানো হয়। এরপর ২৪ জুলাই তাঁকে আদালতে পেশ করা হয়।
গ্রেফতারির পর থেকে বহু বারই পার্থ চট্টোপাধ্য়ায় তাঁকে নির্দোষ বলে দাবি করেছেন। দায় চাপিয়েছেন স্কুল শিক্ষা কমিশনের পর।
পাশাপাশি, মানবাধিকারের প্রশ্ন তুলেছিলেন। শোনা গিয়েছিল আক্ষেপের সুর। ফের একবার তার পুনরাবৃত্তি। কেন তাঁর বেলাতেই বন্দিমুক্তি কমিটি চুপ রয়েছে? সেই প্রশ্ন তোলেন তিনি।