দুধ, পানীয় জল-সহ পতঞ্জলির ৫টি নয়া পণ্য
যোগগুরু রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদিক এবার বাজারে আনছে পাঁচটি নতুন পণ্য।
এই পাঁচটি পণ্যের অন্যতম- দুধ, মিনারেল ওয়াটার এবং ফ্রজেন সবজি।
রামদেব জানিয়েছেন, তার সংস্থার দুধ, অন্যান্য প্রতিষ্ঠিত সংস্থার তুলনায় ২ টাকা কম দামে বিক্রি হবে। পতঞ্জলির আরও দাবি, দুধ এবং দুগ্ধজাত পণ্যগুলি তারা টেট্রা প্যাকেও বিক্রি করবে।
পতঞ্জলির ডেয়ারি পণ্যগুলির মধ্যে রয়েছে গরুর দুধ, দই, লস্যি এবং পনির।
পতঞ্জলির ফ্রজেন সবজির সম্ভারে আপনি পাবেন- মটরশুঁটি, মিক্স ভেজ, সুইট কর্ন এবং আলু ভাজা।
বর্তমানে পতঞ্জলি পশুখাদ্য, সৌর প্যানেল এবং দিব্য জলও বিক্রি করে।
এই মুহূর্তে গরুর দুধের ঘি এবং গুঁড়ো দুধ বিক্রি করে পতঞ্জলি।
সাম্প্রতিককালে বাণিজ্য বৃদ্ধির নিরিখে হরিদ্বার কেন্দ্রিক পতঞ্জলি দেশের অন্যতম প্রথম সারির সংস্থা।
চলতি বছর জানুয়ারিতেই আমাজন ও ফ্লিপকার্ট-এর মতো অগ্রণী ই-কমার্স সাইটের সঙ্গে গাঁটছড়া বেঁধে অনলাইন দুনিয়ায় প্রবেশ ঘটেছে পতঞ্জলির।
গ্রোফারস, সপক্লুজ, বিগ বাস্কেট, 1এমজি, পেটিএমমল এবং নেটমেডস-এর সঙ্গেও ইতিমধ্যে যুক্ত হয়েছে পতঞ্জলি।