Payel Sarkar: `বিয়ে, লিভ-ইন দুটোই আমার কাছে এক...`

Soumita Mukherjee Thu, 30 May 2024-8:13 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কবে বিয়ে করবেন পায়েল সরকার? এই প্রশ্ন প্রায়শই শুনতে হয় অভিনেত্রীকে। 

 

কিছুদিন আগেই এক রিয়ালিটি শোয়ে এসে পায়েল বলেন যে তিনি নাকি তাঁর বাবা-মায়ের জন্য বিয়ে করতে পারছেন না। কারণ কোনও পাত্রকেই নাকি তাঁর বাবা-মার পছন্দ নয়। 

 

এবার শোনা যাচ্ছে বিয়ে করছেন তিনি। কোনও এক প্রবাসী ভারতীয়কে বিয়ে করে নাকি কলকাতা ছাড়তে চলেছেন পায়েল। সত্যিই কি তাই? 

 

অভিনেত্রী জানিয়ে দেন যে এখনও বিয়ের ইচ্ছে হয়নি তাঁর। পায়েল বলেন যে 'অনেকে আমাকে লিভ ইনেও পাঠিয়েছেন'। 

 

পায়েল জানিয়ে দেন যে 'সবাইকে বলছি, বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না। আপনাদের ধৈর্য ধরতে হবে। সবকিছু সময়ে জানতে পারবেন।”

 

সম্প্রতি নিউ ইয়র্কে বাংলা চলচ্চিত্র উৎসবে রেশমি মিত্র পরিচালিত ‘বড়বাবু’ সিনেমার প্রিমিয়ার হয়েছে। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন পায়েল। সেখানে যাওয়ামাত্রই তাঁর নামে রটনা শুরু। 

 

তাহলে তিনি কি বিয়ে করবেন না? জবাবে এ অভিনেত্রী বলেন, ‘কেন করব না? অবশ্যই করব।’ তবে প্রবাসী নয়, কলকাতার ছেলেকেই বিয়ে করবেন নায়িকা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link