হাঁটতে পারেন না; হতাশায় বিছানায় শুয়ে দিন কাটছে কিংবদন্তি পেলের
অসুস্থ ফুটবল সম্রাট পেলে। অসুস্থতার জেরে একেবারেই হাঁটাচলা করতে পারেন না তিনি।
বাড়ির বাইরেও সেভাবে যান না। তাই অবসাদ গ্রাস করেছে তাঁকে।
এক সময় যিনি ফুটবল বিশ্ব দাপিয়ে বেরিয়েছে, সেই কিংবদন্তি ফুটবলারের এখন বিছানায় শুয়ে-বসে দিন কাটে। পেলের এই অবস্থার কথা জানিয়েছেন তাঁর ছেলে এডিনহো।
শেষবার গতবছর এপ্রিলে প্যারিসে একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল পেলেকে। কিন্তু শরীর খারাপ হওয়ায় অনুষ্ঠান থেকেই সোজা হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল তাঁকে।
হিপ অপারেশনের পর ওয়াকারই এখন ভরসা পেলের।