Pension: যে কোনও জায়গায় এবার পেনশন তুলুন খুব সহজে, নয়া বছরে চালু হচ্ছে নয়া সিস্টেম!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পেনশন উপভোক্তাদের জন্য সুখবর। বড় খবর তো বটেই। খুব শিগগিরই যে কোনও ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চ বা শাখা থেকেই এবার পেনশন তুলতে পারবেন উপভোক্তারা।
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মানসুখ মাণ্ডব্য এখবর জানিয়েছেন। নতুন বছরে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই চালু হতে চলেছে এই সুবিধা। এরফলে উপকৃত হবেন ৭৮ লাখেরও বেশি পেনশন উপভোক্তা।
EPFO পোর্টালে নথিভুক্ত অবসরপ্রাপ্তরা দেশের যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখা থেকে পেনশন তুলতে পারবেন। তাদের আর নির্দিষ্ট ব্যাঙ্ক বা সেই ব্যাঙ্কের নির্দিষ্ট ব্রাঞ্চ, যেখানে তাঁদের অ্যাকাউন্ট আছে, সেখান থেকেই পেনশন তোলার বাধ্যবাধকতা থাকবে না।
ফলে কোনও অবসরপ্রাপ্ত-পেনশন উপভোক্তা যদি অন্য জায়গায় চলেও যান, তাহলে পেনশন তোলা নিয়ে তাঁদের আর কোনও সমস্যার মুখে পড়তে হবে না।
এইসমস্ত বিষয় মাথায় রেখেই EPS-এর আওতায় একটি সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS)-কে অনুমোদন দিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস।
আধার বেসড পেমেন্ট সিস্টেম (ABPS)-এর মাধ্যমেই কাজ করবে এই সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম বা CPPS।