মাস্ক না পরলে হবে না ভাল ছেলে- সচেতনতা অভিযানে নামলেন নিউটাউনের আবাসিকরা
কমলিকা সেনগুপ্ত: মাস্ক মাস্ট। রাস্তায় মাস্ক না পরে বেরলো কোথাও কোথাও জরিমানা তো হচ্ছেই, শ্রীঘরেও রাত কাটাতে হচ্ছে। করোনা রুখতে এতটাই কড়াকড়ি পুলিস-প্রশাসন।
এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মাস্ক পরা বাধ্যতামূলক বলে ঘোষণা করেছেন।
তারপরেও আম জনতা বিন্দাস মাস্ক না পরেই রাস্তায় বেরচ্ছেন, কেউ বা মাস্ক পরলেও, ঝুলছে গলায়। পুলিসও কড়া হাতে দমন করার চেষ্টা করছে।
এমতাবস্থায় স্বেচ্ছায় মাস্ক পরা নিয়ে সচেতনতা অভিযানে নামলেন নিউটাউনের আবাসিকরা। মাস্ক না পরলে, হবে না ভাল ছেলে- এমন ট্যাগ লাইনে রাস্তায় পোস্টার সাঁটা হচ্ছে।
যাঁদের মাস্ক কেনার ক্ষমতা নেই, তাঁদের হাতে তুলে দেওয়া হচ্ছে মাস্ক।
নিউটাউনের আবাসনে ও করোনা প্রকোপ বাড়ছে তাই বাসিন্দারা নিজেরাই বাজারে গিয়ে মানুষ কে মাস্ক দিচ্ছেন। মাছের বাজার থেকে মাংসর দোকানদারেরা পরছে না তাদের সতর্ক করে মাস্ক দিচ্ছে ।