31 December 2023: বছরের শেষ দিনে ভারত-বাংলাদেশ সীমান্তে উপচে পড়ল ভিড়...
ভারত-বাংলাদেশ সীমান্তের টাকির ইছামতী খুব পরিচিত এক স্পট। টাকি থেকে প্রতিবেশী বাংলাদেশকে দেখতে অনেকেই পছন্দ করেন। আজও তেমনই টাকিতে গিয়ে বর্ষশেষের হইহুল্লোড়ে মেতেছেন মানুষ।
বসিরহাটে টাকিতে পৌঁছে বছরের শেষ দিনে ইছামতীর তীরে পিকনিকে মাতল মানুষ।
সারা বছরই টাকিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসেন।
পিকনিকের পাশাপাশি এখানে অতিরিক্ত পাওনা ইছামতীতে নৌকাবিহার।
নৌকায় চড়ে কাছ থেকে বাংলাদেশকে দেখা একটা আনন্দ। ভারত-বাংলাদেশের পতাকা লাগানো নৌকা দেখে এক আলাদা অনুভূতি হয়।
ইছামতীতীরে বর্ষশেষে আনন্দে মেতেছেন বহু মানুষ। চলছে আনন্দ উপভোগ।
ইছামতীতে নৌকাবিহার করতে গিয়ে নদীকে উপভোগ করার চেয়ে ভালো জিনিস আর কী হতে পারে!