Kali Puja 2023: শব্দবাজি? `না জী, না জী`! আপনার আনন্দ যেন `ওদের` দুঃখের কারণ না হয়...

Soumitra Sen Sat, 11 Nov 2023-9:40 pm,

শব্দবাজির এই তাণ্ডব থেকে পশুপাখিদের বাঁচাতে সাধারণ মানুষকে সচেতন করার প্রচেষ্টা নিল বিধাননগর পুলিস কমিশনারেট। শব্দবাজি যাতে পোড়ানো না হয় কার জন্য আবেদন করলেন পুলিস আধিকারিকরা।

তারই অংশ হিসেবে নিউ টাউনের পোষ্য ও তাদের মালিকদের নিয়ে একটি পদযাত্র করা হল। করা হল একটি সচেতনতার কর্মশালাও।

পশুদের বাজির আতঙ্ক থেকে বাঁচাতে যেমন শব্দ বাজির ব্যবহার করা যাবে না তেমনি সবুজ বাজি ও দূষণহীন বাজি বিষয়ে সচেতনতার কথা প্রচার করা হয়। বাজি পোড়াতে গিয়ে প্রাণীদের প্রতি যেন সকলে সংবেদনশীল থাকেন তার আবেদন করেন পুলিস আধিকারিকরা।

 

শুধুমাত্র কথায় নাগরিকদের সচেতন করাই নয় মাঠে নেমে বাজি নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করা হয়। তারই অংশ হিসেবে আয়োজিত হয় একটি পদযাত্রা ও অনুষ্ঠান।

ওই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিধাননগরের পুলিস কমিশনার গৌরব শর্মা। তাঁর সঙ্গে ছিলেন পুলিসের অন্যান্য আধিকারিকরাও।

 

 

ওই অনুষ্ঠানে পোষ্য ও তাদের মালিকদের নানা উপহারও দেওয়া হয় পুলিসের তরফে।

 

দেওয়ালি বা কালীপুজোর মতো উত্সবে পাড়ায়-পাড়ায় বাজি ব্যবহার করে প্রাণীদের নির্যাতন করার একটা প্রবণতা লোকজনের মধ্যে দেখা যেত। এনিয়ে অনেককে সরব হতেও দেখা গিয়েছে। পশুদের উপরে ওই অত্যাচার যাতে আরও কমে সেই লক্ষ্যেই এই ধরনের আয়োজন।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link