টানা ৮৩ দিন পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, জেনে নিন কলকাতার দর

Sun, 07 Jun 2020-9:32 pm,

প্রায় তিন মাস পর বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। লিটার প্রতি বাড়ানো হল ৬০ পয়সা।

কলকাতা ও মুম্বইয়ে বাড়ল ৫৯ পয়সা। ফলে রবিবার মুম্বইয়ে পেট্রোলের দাম হল ৭৮.৯১ টাকা ও কলকাতার দাম হল ৭৩.৮৯ টাকা প্রতি লিটার।

ডিজেলের ক্ষেত্রে কলকাতায় লিটারপ্রতি বাড়ল ৫৫ পয়সা। নতুন দাম ৬৬.১৭ টাকা।

শেষবার পেট্রোল-ডিজেলের দাম পুননির্ধারণ করা হয়েছিল ১৬ মার্চ। তবে বিভিন্ন রাজ্য ভ্যাট ও সেস বাড়িয়ে দিয়েছিল।

তেল কোম্পানিগুলি তেলের দাম না বাড়ালেও মহারাষ্ট্র সরকার গত ৩০ ডিজেল ও পেট্রোলে অতিরিক্ত ২ টাকা সেস ধার্য করে। জম্মু ও কাশ্মীর সরকারও লিটারে ২ টাকা কর চাপিয়ে দেয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link