Petrol-Diesel Price Hike: আরও মহার্ঘ জ্বালানি, আজ থেকে নয়া দামে কলকাতায় বিকোবে পেট্রোল-ডিজেল
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে তেলের দাম বাড়ার আশঙ্কা করা হয়েছিল। এবার সেটাই হল। ফের বাড়ল জ্বালানির দাম (Petrol-Diesel Price Hike)।
কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটারে ৫২ পয়সা। ডিজেলের দাম বাড়ল ডিজেলে ৫৬ পয়সা। ১০৮ টাকা ১ পয়সা থেকে বেড়ে পেট্রলের নতুন দাম হল ১০৮ টাকা ৫৩ পয়সা। ৯৩ টাকা ১ পয়সা থেকে বেড়ে ডিজেলের নতুন দাম হল ৯৩ টাকা ৫৭ পয়সা।
দিল্লিতে পেট্রোলের দাম এখন প্রতি লিটারে ৯৯.১১ টাকা হবে যা আগে ছিল ৯৮.৬১ টাকা যেখানে ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৮৭ টাকা থেকে বেড়ে ৯০.৪২ টাকা হয়েছে৷
দেশ জুড়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি করা হয়েছে এবং রাজ্যের করের উপর নির্ভর করে রাজ্য থেকে রাজ্যে দাম পরিবর্তিত হয়েছে।
২০২১-এর শেষের দিকে আকাশছোঁয়া জ্বালানীর দামে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।