Petrol Diesel Price: সেঞ্চুরি থেকে মাত্র ১২ পয়সা দূরে পেট্রোল, অপরিবর্তিত ডিজেলের দাম
নিজস্ব প্রতিবেদন: জ্বালানির উর্ধমুখী দামে লাগাম নেই। সোমবার ফের ৩৯ পয়সা বাড়ল পেট্রোলের দাম (Petrol Price)। যদিও অপরিবর্তিতলই রয়েছে ডিজেলের দাম (Diesel Price)। এখনও পর্যন্ত শুধু দিল্লি ও কলকাতাতে ১০০ ছুঁইছুঁই পেট্রোলের দাম। বাকি শহরে ইতিমধ্যেই তা সেঞ্চুরিতে পৌঁছেছে।
কলকাতায় (Kolkata) সোমবার পেট্রোলর দাম লিটারপ্রতি ৯৯.৮৮ টাকা। ডিজেলের দাম লিটারপ্রতি ৯২.৩১ টাকা। অর্থাৎ আর মাত্র ১২ পয়সা পেরোলেই ১০০ ছোঁবে পেট্রোল।
রাজধানী দিল্লিতে (Delhi) পেট্রোলের দাম ৯৯.৯০ টাকা ও ডিজেলের দাম ৮৯.৪০ টাকা প্রতি লিটার। মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও পুণেতে ১০০ এর উপরে চলে গিয়েছে পেট্রোলের দাম।
এই নিয়ে গত দুই মাসে ৩৪ বার বাড়ল পেট্রোলের দাম। ডিজেলের দামে বৃদ্ধি হয়েছে ৩৩ বার। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা করকাঠামোর জন্য ও পরিবহনের খরচের সাপাক্ষে পেট্রোলের দামে পরিবর্তন হয়ে থাকে।
পেট্রোলের দামে বৃদ্ধির প্রভাব বাজারেও। অগ্নিমূল্য হয়েছে সবজিও। ট্রেন বন্ধে বেড়েছে পরিবহনের খরচ। তার উপর পেট্রোলের দাম বৃদ্ধি যেন গোদের উপর বিষফোঁড়া। সব মিলিয়ে, জ্বালানির দামের ছ্যাঁকায় জেরবার মানুষ।