Fuel Price Hike: সর্বকালীন রেকর্ড! কলকাতায় ৯০ পেরোল Diesel, সেঞ্চুরির কাছে Petrol
নিজস্ব প্রতিবেদন: তিনদিন বিরতির পর আজ ফের দাম বাড়ল জ্বালানির (Fuel Price Hike)। কলকাতায় ডিজেলের দামে (Diesel Price) সর্বকালীন রেকর্ড। নব্বইয়ের গন্ডি পার করে ফেলল ডিজেল। লিটারপ্রতি ডিজেলের দাম বেড়ে ৯০ টাকা ১২ পয়সা।
মুম্বইতে আগেই ১০০ ছুঁয়েছে পেট্রোলের দাম (Petrol Price)। আর এবার সেই পথেই কলকাতাও। শহরে সেঞ্চুরির দোরগোড়ায় পেট্রোল। লিটারপ্রতি দাম বেড়ে দাঁড়িয়েছে ৯৬ টাকা ৩৪ পয়সায়।
দিল্লিতে পেট্রোলের দাম ৯৬ টাকা ৪১ পয়সা। ডিজেল লিটারপ্রতি ৮৭ টাকা ২৮ পয়সা। ডিজেলে দাম বাকিদের তুলনায় অনেকটাই কম রাজধানীতে।
এদিকে মুম্বইতে পেট্রোল ছুঁয়েছে ১০২ টাকা ৫৮ পয়সা। ডিজেলের দাম ৯৪.৭০ টাকা। চেন্নাইতেও সেঞ্চুরির পথে পেট্রোল। লিটারপ্রতি দাম ৯৭.৮৯ টাকা। ডিজেলের দাম ৯১ টাকা ১২ পয়সা।
এদিকে জ্বালানির দাম এ হারে বৃদ্ধি পাওয়ায় চরম সমস্যায় সাধারণ মানুষ। লকডাউনের জেরে বন্ধ গণপরিবহন। জরুরি কাজে গন্তব্যে যেতে হলে ভরসা ব্যক্তিগত যান। এই পরিস্থিতিতে জ্বালানির মূল্যবৃদ্ধি গোদের উপর বিষফোঁড়া হয়েছে সাধারণ মানুষের কাছে।