শুক্রবার ফের দামি হল পেট্রোল, গত এক সপ্তাহে বাড়ল লিটারপিছু ১ টাকারও বেশি
শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম বাড়ল ৩৫ পয়সা। কলকাতা ও দিল্লিতে তেলের দাম বাড়ল ৩৪ পয়সা এবং চেন্নাইয়ে বাড়ল ৩৭ পয়সা প্রতি লিটার। সবেমিলিয়ে এ সপ্তাহে লিটারপিছু পেট্রোলের দাম বাড়ল ১ টাকারও বেশি।
শুক্রবার পেট্রোলের দামের বৃদ্ধি ধরলে গত ২ মাসে এই দাম বৃদ্ধি সর্বাধিক। গত এক সপ্তাহে বাড়ল ১.০৩ টাকা প্রতি লিটার।
শুক্রবার দিল্লিতে পেট্রোলের দাম হল ৭৩.০৬ টাকা প্রতি লিটার, মুম্বইয়ে ৭৮.৭৩ টাকা প্রতি লিটার, বেঙ্গালুরুতে ৭৫.৫৬ টাকা ও চেন্নাইয়ে ৭৫.৫৫ টাকা প্রতি লিটার।
গত সোমবার বাজার খুলতেই অপরিশোধিত তেলের দাম একলাফে ২০ শতাংশ বেড়ে যায়। সৌদি তেল কোম্পানি অ্যারামকোর তেল শোধনাগারে ড্রোন হামলার ফলেই ওই দাম বৃদ্ধি হয়।
সৌদি তেল উত্পাদন সংস্থায় হামলার ফলে তেলের উত্পাদন কমে যাওয়া ও ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়ার কারণে তেলের দাম বেড়ে যায়। এই দাম এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।