সামনেই ফলহারিণী কালীপুজো! জেনে নিন দিন-তিথি, বিশেষ মাহাত্ম্য...

Soumitra Sen Mon, 15 May 2023-2:23 pm,

এইদিন মা কালীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার রীতি। মোক্ষফল প্রাপ্তির জন্য এই ফলহারিণী কালী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য আছে বলে মনে করা হয়।

এ বছরে কবে ফলহারিণী কালী পুজো?   আগামী ১৮ মে, ৩ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, এ বছর ফলহারিণী কালী পুজোর দিন পড়েছে। ১৮ মে রাত ৯টা ১৩মিনিট থেকে পরদিন ১৯ মে, শুক্রবার রাত ৮টা ৪৩ মিনিট পর্যন্ত থাকবে এই অমাবস্যা তিথি। 

এই অমাবস্যাকে কেন ফলহারিণী অমাবস্যা বলা হয় জানেন? 

এই অমাবস্যা তিথিতে মা কালীর পুজো ভালো ভাবে সম্পন্ন করলে, মা ভক্তের সমস্ত অশুভ ফল নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান ৷ সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেই এই অমাবস্যায় কালীপুজোর আর এক নাম 'ফলহারিণী কালীপুজো'। অর্থাৎ, দেখতে গেলে 'হরণ' নয়, 'দেওয়া'র জন্যই মা কালী ভক্তের থেকে এই পুজো নেন। 

ফলহারিণী কালীপুজোর বিশেষ মাহাত্ম্য কী? 

মা কালী এদিন ভক্তের সমস্ত কর্মফল হরণ করেন, তাঁদের অশুভ কর্মফলপ্রাপ্তি রোধ করেন ও অভীষ্টফল দেন। বলা হয়, মা এদিন তাঁর ভক্তকে মোক্ষফল প্রদান করেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তাঁর সন্তানদের শুভ ফল প্রদান করেন। এটাই এই কালীপুজোর বা এই অমাবস্যার বিশেষ মাহাত্ম্য। 

বিশ্বাস, এদিন মায়ের বিশেষ পুজোয় ভক্তের বিদ্যালাভ ও যশোলাভ ঘটে। কর্মের ও অর্থভাগ্যের উন্নতি ঘটে। সাংসারিক বা দাম্পত্য জীবনের নানা বাধা কেটে যায়। মায়ের কৃপায় অভীষ্ঠ ফল লাভ হয়। যেহেতু এ তিথি খুব পুণ্য তাই মানসিক ও আধ্যাত্মিক জাগরণও ঘটে এই বিশেষ তিথিতে৷

এই দিন রামকৃষ্ণ পরমহংসদেবও মা সারদাদেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালীপুজো ষোড়শী পুজো নামে পরিচিত।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link