পরিণীতিকে নিয়ে `কেশরী`র প্রচারে নয়া দিল্লিতে অক্ষয়, উপচে পড়ল ভিড়
'কেশরী'-তে অক্ষয় কুমারের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে পরিণীতি চোপড়াকে।
ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে 'কেশরী'র ট্রেলার।
সোমবার 'কেশরী'র প্রচারে পরিণীতিকে নিয়ে নয়া দিল্লি গিয়েছিলেন অক্ষয়।
১৮৯৭ সালের ১২ সেপ্টেম্বর। আফগানিস্তানের ওরাকজাই উপজাতির ১০ হাজার সেনার সঙ্গে লড়াই করেছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী মাত্র ২১ জন শিখ। যার নেতৃত্ব দিয়েছিলেন হাবিলদার ঈশ্বর সিং। যুদ্ধটি হয়েছিল তৎকালীন খাইবার পাখতুন খাওয়া প্রদেশের তিরাহ উপত্যাকায়। যেটি বর্তমানে পাকিস্তানের নর্থ-ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের অন্তর্গত। সেই যুদ্ধের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে অক্ষয় কুমারের কেশরী।
ছবিতে যেখানে ঈশ্বর সিংয়ের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিতে অক্ষয়ের স্ত্রীর ভূমিকায় দেখা যাবে পরিণীতি চোপড়াকে।
২১ ফেব্রুয়ারি প্রকাশ্যে এসেছে 'কেশরী'র ট্রেলার। যেখানে তরোয়াল হাতে ভয়হীন চিত্তে, মুগ্ধ করছেন অক্ষয় কুমার। শুধু মুগ্ধই নয়, কেশরীর ট্রেলার আরও একবার সকলের মনে জাগিয়ে তুলছে দেশভক্তির আগুন।