গাড়ি নয়, আজকাল অটো করে ঘুরে বেড়াচ্ছেন মালাইকা
এর আগে সলমন খানকে গাড়ি ছেড়ে অটোয় করে বাড়ি ফিরতে দেখা গিয়েছে বহুবার। তবে সলমনের মতো খামখেয়ালি মানুষের পক্ষে সম্ভব, কিন্তু মালাইকা?
এবার গাড়ি ছেড়ে অটোয় করে ঘুরে বেড়াতে দেখা গেল মালাইকা অরোরাকে।
তবে মালাইকা অটোয় করে কোথায় যাচ্ছিলেন তা অবশ্য জানা যায়নি।
এদিন মালাইকার সঙ্গে অটোতে দেখা গেছে তার এক বান্ধবীকেও।
এদিন মালাইকার পরনে ছিল গোপালী রঙের ট্রাকস্যুট।
কিছুদিন আগেই বর্তমান প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল