মুম্বইয়ে লাগাতার বৃষ্টির মাঝেই মেয়ে নিশার সঙ্গে ক্যামেরাবন্দি সানি
জুহুতে মেনে নিশার সঙ্গে ক্যামেরাবন্দি সানি।
মুম্বইয়ে লাগাতার বৃষ্টির কারণে এক্কেবারে মানানসই পোশাকে দেখা গেল সানি লিওনকে।
এদিন সানি ও তাঁর মেয়ে নিশা দুজনের পায়ের দেখা গেল বর্ষার বুট জুতো।
তবে এদিন সানির সঙ্গে দেখা গেল না তার দুই ভাই আশের ও নোয়াকে।
পাপারাৎজির ক্যামেরা দেখেই হাত নাড়ল ছোট্ট নিশা।
প্রসঙ্গত, নিশা সানি ও ড্যানিয়েলের দত্তক কন্যা। আর আশের ও নোয়াকে সানি পেয়েছেন সারোগেসির মাধ্যমে।