Anubrata Mandol: শেওড়াফুলি বাজারে মাছ বিক্রি করছেন `অনুব্রত`! ভাইরাল ছবি
বিধান সরকার: চেহারার মিল আগে নজরে পড়েনি কারও। অনুব্রতকে যখন দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করছে ইডি, তখন 'কেষ্ট' হয়ে গেলেন হুগলির শেওড়াফুলির সুকুমার সরকার! সোশ্য়াল মিডিয়ার তাঁর ছবি এখন ভাইরাল।
শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাট এলাকার বাসিন্দা সুকুমার সরকার। পেশায় তিনি মাছ বিক্রেতা। ৩০ বছর ধরে মাছ বিক্রি করছেন শেওড়াফুলি বাজারেই।
পরনে গেঞ্জি আর লুঙ্গি। আঁশ বটি নিয়ে বাজারে সেই সুকুমারের মাছ বিক্রির ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। ছবি নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে গিয়েছে।
স্রেফ চেহারায় মিল নয়, ঘটনাচক্রে বীরভূমের অনুব্রত মণ্ডলও একসময়ে মাছ বিক্রি করতেন! 'সুকুমারের ছবি দেখে অনেকেই বলছেন, কেষ্ট-র ছোটবেলা'।
পাশে বসেই মাছ বিক্রি করেন রানা পাত্র। কিন্তু সুকুমারকে যে অনুব্রতের মতো দেখতে, তা আগে নজরে পড়েনি তাঁর। ছবি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে ভাবছেন তিনি।
দুর্ঘটনায় পা ভেঙে গিয়েছে। অস্ত্রোপচারের পরেও ঠিক হয়নি। তার উপর এখন আবার ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ঘরে-বাইরে রীতিমতো বিড়ম্বনায় পড়েছেন মাছ বিক্রেতা সুকুমার।
সুকুমারের স্ত্রী বলেন, 'আমাদের অভাবের সরকার। দিদি লক্ষ্মীর ভাণ্ডার দেন, সেই টাকায় চাল কিনি। গোরু পাচারকারীর সঙ্গে আমার স্বামীর তুলনা! যে ছবি তুলেছে, তাঁর শাস্তি চাই'।