নির্জন উপকূলে তাঁবুর মধ্যে একা বিশিষ্ট আলোকচিত্রী
এক বছর ধরে পায়ে হেঁটে দেশ দেখলেন ব্রিটিশ আলোকচিত্রী কুইন্টিন লেক। স্থাপত্য ও নেচার ফোটোগ্রাফার হিসেবে তিনি বিখ্যাত। কিন্তু দেশ দেখার নেশাও তাঁকে পেয়ে বসেছে।
সম্প্রতি এক দারুণ ট্যুর করে এলেন তিনি। ঘুরে বেড়ালেন ইংল্যান্ডের উপকূল অঞ্চল জুড়ে। সঙ্গে তাঁবু। তাতেই রাত্রিবাস। সঙ্গে দিনপাঁচেকের খাদ্য, জল ও অবশ্যই ক্যামেরা। পাঁচদিন পরে কোনো লোকালয়ে গিয়ে ব্যাটারি রিচার্জ এবং রসদ সংগ্রহ করে তারপর আবার পথচলা শুরু।
এভাবেই তিনি মুখোমুখি হন অপূর্ব সব প্রাকৃতিক রূপলাবণ্যের। নিজে মুগ্ধ হন, অন্যকে মুগ্ধ করেন তাঁর তোলা ছবি দিয়ে। পথের টান সত্যিই আশ্চর্য করে। গৃহসুখ ছেড়ে এ কেমন বিনোদন?
পৃথিবীর অপার ভূমি। তার মধ্যেই ঘাসমাতার সাম্রাজ্য যেখানে-যেখানে, সেখানেই যেন পৃথিবীমাতার ও নিবিড় উপস্থিতি। একখণ্ড সবুজের পাশে একখণ্ড জল।
এর পরে আবার তিনি পরের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়বেন। আবার সুদূরের হাতছানি তাঁকে ডাকবে। আবার সেই মায়াভরা বিকেল-সন্ধের টানে তিনি পাহাড়-জলের মুখোমুখি হবেন।
কোভিডের কারণে এবারে তাঁর যাত্রায় কিছু ব্যাঘাত এসেছে। কখনও চোট পেয়ে একটু থমকে গিয়েছেন। কিন্তু তিনি স্বীকার করেছেন, এভাবেই তিনি নিজেকে বেশি করে চিনেছেন। এই সমস্ত অভিজ্ঞতাটা নিয়ে একটি বইও লিখছেন কুইন্টিন।