অসমে ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণের পর কামরার ভিতরে লন্ডভন্ড ছবি
কমলিকা সেনগুপ্ত: শনিবার সন্ধে সাতটা নাগাদ অসমের উদালগুড়ির হরিসিংগায় রঙ্গিয়া-ডেকারগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটে। ঘটনায় কমপক্ষে ৪ জন আহত হন।
নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের মুখপাত্র নৃপেণ ভট্টাচার্য বলেন, ''এটা বিস্ফোরণ কিনা, তা এখনও স্পষ্ট নয়। শর্টসার্কিট থেকেও বিস্ফোরণ হতে পারে''।
আহতদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। রাহুল দাসকে স্থানান্তরিত করা হয়েছে গুয়াহাটি হাসপাতালে।
বিস্ফোরক কীভাবে ট্রেনে নিয়ে যাওয়া হল, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ট্রেনের যাত্রী ও আহতদের। ভুলবশত বিস্ফোরকটি ফেটে গিয়েছে বলে ধারণা পুলিসের। সে কারণে আহতরাও সন্দেহের নজরে রয়েছেন।
ঘটনার পিছনে আলফার যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুুলিস।