ইমরানের দাওয়াতে মোদী!

Tue, 31 Jul 2018-4:56 pm,

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে কয়েক দিনের মধ্যেই শপথ নিচ্ছেন ইমরান খান। সে দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আগামী ১১ অগাস্ট ওই শপথগ্রহণ অনুষ্ঠান বেশ ধুমধাম করে অনুষ্ঠিত করার পরিকল্পনা করছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টি।

শপথগ্রহণ অনুষ্ঠানে সার্ক সদস্যভূক্ত দেশগুলির নেতাদের আমন্ত্রণ জানানোর কথা ভাবছে ইমরানের দল। ফলে ওই অনুষ্ঠানে দাওয়াত পেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দলের পক্ষ থেকে সংবাদ সংস্থাকে একথা জানান হয়েছে।

পাকিস্তানের সাধারণ নির্বাচনে ১১৬টি আসন পেয়েছে পিটিআই। কিন্তু, সরকার গঠনের জন্য চাই ১৩৭ আসন। ফলে, অন্যান্য দলগুলির সমর্থন আদায় করার তোড়জোড় শুরু করে দিয়েছে পিটিআই।

নির্বাচনে বিপুল আসন পাওয়ার পর ইমরান খানকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে দু’দেশের মধ্যে সম্পর্কের একটা নতুন অধ্যায় শুরু হতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহল। পিটিআই-এর মুখপাত্র ফাওয়াদ চৌধুরিও সেকথা মনে করিয়ে দিয়েছেন।

নির্বাচনে ভালো ফল করার পর ইমরান জানিয়ে দেন, সম্পর্কের উন্নতির ক্ষেত্রে ভারত এক পা এগোলে পাকিস্তান দু’পা এগোবে। পাশাপাশি তিনি এও বলেন, লড়াই ও রক্তপাত কোনও সমস্যার সমাধান করবে না। বরং পরিস্থিতি আরও খারাপ করবে।

২০১৪ সালে প্রধানমন্ত্রী মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে ‌যোগ দিয়েছিলেন তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। পাশাপাশি ২০১৫ সালে আফগানিস্থান থেকে দেশে ফেরার পথে নাওয়াজ শরিফকে তাঁর জন্মদিনে অভিনন্দন জানাতে লাহোরে ‌চলে যান মোদীও। সে সময় মনে হয়েছিল, দুই দেশের মধ্যে নতুন রসায়ন শুরু হতে পারে। কিন্তু, পরে দ্বিপাক্ষিক সম্পর্কের তেমন উন্নতি হয়নি। ফলে ভারতের সঙ্গে সম্পর্কের উন্নতিতে ইমরানের সামনেও এখন বড় সু‌যোগ। আর এর শুভারম্ভ হতে পারে শপথগ্রহণ অনুষ্ঠানে মোদীর ‌যোগ দেওয়াকে কেন্দ্র করেই। তবে, প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে এই দাওয়াত সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link