৯৬ থেকে ৫২ কেজি, দেখুন কেমন ছিলেন, আর কী হয়েছেন সইফ কন্যা!
তৈমুর নয়, এই মুহূর্তে পেজ থ্রির পাতায় আলোচনার অন্যতম বিষয় সইফ কন্যা সারা।
প্রথম ছবি 'কেদারনাথ'-এর ট্রেলারে মুগ্ধ করছেন সারা। তাঁর রূপে ও অভিনয় দক্ষতায় মুগ্ধ সিনেমাপ্রেমীরা।
তবে প্রথম থেকেই সারা কিন্তু এমনটা ছিলেন না। প্রথম দিকে সারার ওজন ছিল ৯৬ কেজি।
প্রথমদিকে ওজন বৃদ্ধি প্রসঙ্গে সারা জানান, তাঁর 'পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম' (PCOD) ছিল। এবং যেটা এখনও আছে। হরমোনাল কারণে তাঁর ভয়ানকভাবে ওজন বেড়ে গিয়েছিল।
আমি খাওয়া দাওয়াও করতাম প্রচুর ঠিকই, তবে হরমোনাল কারণেই আমার ওজন বেড়েছিল।
তবে আমি আত্মবিশ্বাসী ছিলাম যে ওজন কমিয়ে, তবে ছাড়ব।
তবে অবশ্য শুধু সারা নন, সোনম কাপুর, পরিণীতি, ভূমি পেডনেকার, সোনাক্ষী সিনহার মতো অভিনেত্রীরাও বলিউডে পা রাখার আগে বেশ মোটা ছিলেন বলেই শোনা যায়।